ভালুকায় ছাত্রদল সভাপতির বিরুদ্ধে  প্রবাসির স্ত্রীকে অপহরনের অভিযোগ

ভালুকায় ছাত্রদল সভাপতির বিরুদ্ধে   প্রবাসির স্ত্রীকে অপহরনের অভিযোগ

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাউসার আহাম্মদ হৃদয়ের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে অপহরনের অভিযোগ উঠেছে।

 সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের চাঁনপুর গ্রামের বাবর আলীর মেয়ে ববিতা খাতুনের ৯ বছর পূর্বে বিয়ে হয় আংগারগাড়া (আখালিয়া) গ্রামের মিস্টারের ছেলে রাজ্জাকের সাথে। তাদের এক ছেলে সন্তান রয়েছে। কিন্তু রাজ্জাক দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকায় চাঁনপুর গ্রামের রুস্তম তালুকদারের ছেলে কাউসার আহাম্মদ হৃদয় কিছুদিন যাবৎ ববিতাকে বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিতে থাকে। এক পর্যায়ে ববিতা ও হৃদয়ের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি টেরপেয়ে ববিতার পরিবারের লোকজন তাদের দুজনকেই নানান ভাবে বুঝানোর চেষ্টা করে। কিন্তু ঘটনার দিন ১৫ই এপ্রিল শুক্রবার সকালে ববিতা স্বামীর বাড়ীর পাশে পাকা রাস্তায় এলে হৃদয় মৃত ইনসুর আলীর ছেলে মো. আনিসসহ অজ্ঞাত ২/৩ জনের সহযোগীতায় ববিতাকে বিবাহের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ফাসলিয়ে একটি অজ্ঞাত সিএনজিতে তুলে অপহরন করে নিয়ে যায়। আশপাশের কয়েকজন বিষয়টি টের পেলেও সিএনজিকে আটক করতে ব্যর্থ হয়। তারপর অনেক খুজা খুজি করেও ববিতাকে না পেয়ে তার মা নাজমা আক্তার বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।