মানবতার সেবায় এগিয়ে আসল ময়মনসিংহ  মেগাসিটির এস এস সি  ৯১ব্যাচের বন্ধুরা

মানবতার সেবায় এগিয়ে আসল ময়মনসিংহ  মেগাসিটির এস এস সি  ৯১ব্যাচের বন্ধুরা

ইব্রাহিম মুকুট ঃ করোন ভাইরাস সংক্রমণ  বেড়েই চলেছে। হাসপাতালে ভর্তি না হয়ে অনেকেই বাসায় সেল্ফ আইসোলোশনে রয়েছে। কোভিড রোগীদের  শ্বাসকষ্টে নিরসনে  প্রয়োজন  অক্সিজেনের। অক্সিজেন সিলিন্ডার অত্যন্ত ব্যায় বহুল যা সকলের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়।

এমতাবস্থায় সহযোগীতার হাত বাড়িয়দিল (ভালবাসবে তুমিও)  সামাজিক সংগঠন ময়মনসিংহ মেগাসিটি SSC91 । ময়মনসিংহ মেগাসিটি SSC'91 ব্যাচের ময়মনসিংহ জিলা স্কুল ও  সিটি কলেজিয়েট স্কুলের বন্ধু ও দেশের বাহিরে অবস্থানরত অন্যান্য বন্ধুদের সহযোগিতায় আজ ময়মনসিংহের করোনা ( COVID'19 ) আক্রান্ত রোগীদের অক্সিজেনের ঘাটতি যেন না হয় সেই প্রচেষ্টায় ছয়টি অক্সিজেন সিলিন্ডার সম্মুখ করোনাযোদ্ধা বিশিষ্ট সমাজ সেবক  আলী ইউসুফ এর  নিকট হস্তান্তর করা হয়।

এসময় মেগাসিটির হাজী মোঃ  মিজানুর রহমান ,মুস্তাফিজুর রহমান জুয়েল, জামান  আবেদিন,শরীফ,এ ক এম নাজমুল হুদা, বরকত খান, রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন। " ভালোবাসবে তুমিও "।