ময়মনসিংহের ভালুকায় আগামী ৩১ জানুয়ারী ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র  জমা

ময়মনসিংহের ভালুকায় আগামী ৩১ জানুয়ারী ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র  জমা
তমাল কান্তি সরকার : ময়মনসিংহের ভালুকায় আগামী ৩১ জানুয়ারী ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভালুকা উপজেলার ১১ টি ইউনিয়নে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত   স্ব স্ব প্রার্থীরা তাদের  সমর্থকদের নিয়ে  উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র  জমা দেন । 
উপজেলার ১১টি ইউনিয়নে  চেয়ারম্যান পদে  ৭৭ জন   সংরক্ষিত মহিলা সদস্য  পদে ১৪১ জন  ও সাধারণ সদস্য পদে ৪২৩ জন প্রার্থী   মনোনয়নপত্র জমা দেন।
এর মাঝে  আওয়ামীলীগের ১১ জন, জাতীয় পার্টি -১ জন, জাকের পার্টির -৪ জন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ  ৭ জন সহ চেয়ারম্যান পদে ৭৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। 
 উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে,  ১ নং উথুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে  ৯ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন  ও সাধারণ সদস্য পদে ৪১ জন ,  ২ নং মেদুয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন,  সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন,  সাধারণ সদস্য পদে ৪৪ জন  ৩নং ভরাডোবা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭ জন, সাধারণ সদস্য পদে ৩২ জন  ৪নং ধীতপুর ইউনিয়নে  চেয়ারম্যান পদে  ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭ জন,  সাধারণ সদস্য পদে ৪২ জন,  ৫ নং বিরুনীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে  ৫ জন,সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন,  সাধারণ সদস্য পদে ৩৬ জন, ৬নং ভালুকা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন,  সাধারণ সদস্য পদে ৩৩ জন,  ৭ নং মল্লিকবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে  ৪ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন,  সাধারণ সদস্য পদে ৩৭ জন,   ৮ নং ডাকাতিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন,  সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন,  সাধারণ সদস্য পদে ৪৪ জন,  ৯ নং কাচিনা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে  ৯ জন,  সাধারণ সদস্য পদে   ৩৫ জন,১০ নং হবিরবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন,  সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন  সাধারণ সদস্য পদে  ৪০ জন ও ১১ নং রাজৈ ইউনিয়নে চেয়ারম্যান পদে   ১০ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন  সাধারণ সদস্য পদে ৩৯ জন  প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।