ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল
বাংলাদেশের ঈদের আবহ কাটেনি এখনও। এর মধ্যেই ক্রিকেটের রেশ ছড়িয়ে দিতে চলে এলো শ্রীলঙ্কা ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে লঙ্কানরা এখন ঢাকায়।

Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
মহামারীকালে যথারীতি জৈব-সুরক্ষা বলয়ে আয়োজিত হচ্ছে এই সিরিজ। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে টিম হোটেলে পৌঁছে গেছে লঙ্কানরা। সেখানেই এখন তিন দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের।
এই সময়ে দুই দফায় কোভিড পরীক্ষা করানো হবে তাদের। পরীক্ষায় নেগেটিভ হওয়া সাপেক্ষে বুধবার থেকে অনুশীলন করতে পারবেন তারা।
দুই দিন অনুশীলনের পর আগামী শুক্রবার বিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগ করে প্রস্তুতি ম্যাচ খেলবেন লঙ্কানরা। মূল সিরিজ শুরু ২৩ মে থেকে।
সিরিজের পরের দুই ম্যাচ ম্যাচ ২৫ ও ২৮ মে। সবকটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। সবকটিই দিন-রাতের ম্যাচ।
কোভিড মহামারীর সময়ে বাংলাদেশে এটি দ্বিতীয় আন্তর্জাতিক সিরিজ। গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে সফর করে গেছে ওয়েস্ট ইন্ডিজ দল।
এই সিরিজ দিয়েই ওয়ানডে দলের খোলনলচে পাল্টে ফেলেছে লঙ্কানরা। ২০২৩ বিশ্বকাপ ভাবনায় রেখে তারা গড়েছে তারুণ্যনির্ভর দল, যে দলের অধিনায়ক করা হয়েছে আগ্রাসী কিপার-ব্যাটসম্যান কুসল পেরেরাকে। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন কুসল মেন্ডিস।
দলে জায়গা পাননি সবশেষ অধিনায়ক দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, সুরাঙ্গা লাকমলের মতো সিনিয়ররা। ৩১ বছরের বেশি বয়সী ক্রিকেটার এই দলে কেবল একজন-পেসার ইসুরু উদানা।
শ্রীলঙ্কা দল: কুসল পেরেরা (অধিনায়ক), কুসল মেন্ডিস (সহ-অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ভানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা দনাঞ্জয়া, নিরোশান ডিকভেলা, দুশমন্থ চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাকসান সান্দাক্যান, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো, শিরান ফার্নান্দো।
May 16, 2021 0 14
May 16, 2021 0 14
May 16, 2021 0 14
May 17, 2021 0 14
Jul 13, 2021 0 14
May 16, 2021 0 348
May 16, 2021 0 404
May 24, 2021 0 506
ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্র হাফিজুর রহমান কে হত্যা করার পর আত্মহত্যা বলে প্রকাশ।
May 16, 2021 0 388
ঈদুল ফিতরে মহামারীসহ সব সংকট জয়ের বন্ধন গড়ে ওঠার আশা করলেও ঈদের পর শহরমুখী জনস্রোত...
May 16, 2021 0 467
খালেদা জিয়াকে হাসপাতালে সিসিইউতে রেখেই কোভিড-১৯ পরবর্তী জটিলতার চিকিৎসা দেওয়া...
Total Vote: 9
হ্যা আমি চাই সকল ধরণের সত্য ঘটনা লিখতে।